শান্তিগঞ্জ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে সভা
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২২, ১:৪১ অপরাহ্ণ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শান্তিগঞ্জ উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম।
মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র, কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজসহ আরও অনেকে।