শাহ পরান জামেয়ার সংবর্ধনা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২২, ৭:৫১ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: আমাদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান সর্বজন স্বীকৃত। দেশের উন্নয়নে ও আর্ত-মানবতার সেবায় প্রবাসীরা যে ভুমিকা রাখছেন তা সত্যিই প্রশংসার দাবী রাখে।
শাহ পরান জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা পশ্চিম পীরমহল্লার উদ্যোগে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শাহ পরান জামেয়া মাদরাসার মসজিদ নির্মাণে আর্থিক সহায়তাকারী মতিউর রহমান খানকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে জালালাবাদ এডুকেশন সোসাইটির চেয়ারম্যান হাফিজ আব্দুল হাই হারুন একথা বলেন।
শাহপরাণ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক আব্দুল হাই-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী মাকুম, সুলতান খান, মাস্টার আবুল কালাম, শেখ আবু সালেহ মুছা, হাফিজ আব্দুল খায়রুত। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহপরাণ জামেয়ার সুপার মাওলানা আসাদুর রহমান।
সংবর্ধনার জবাবে প্রবাসী সমাজসেবী মতিউর রহমান খান বলেন, দীনের খেদমতে আমরা নিজেদেরকে নিয়োজিত রাখতে পারলে এরচেয়ে বড়ো সৌভাগ্য আর কিছু নেই।
উল্লেখ্য অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী মাকুম অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরী ভিত্তিতে সিলেট হার্ট ফাউন্ডেশনে পাঠানো হয়, সেখানেই তিনি ইন্তেকাল করেন।