গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ৪:২২ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডটকম : সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে আফজাল হোসেন (২৫) নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। সে উপজেলার বাঘা ইউনিয়নের পূর্বগাঁও গ্রামের মৃত মাসুক মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানাযায়, আসন্ন ১৫ জুনের গোলাপগঞ্জ উপজেলার উপ-নির্বাচনকে কেন্দ্র করে গতরাত (৯ জুন) ১২ টার দিকে উপজেলার পৌর শহরের টিকরবাড়ি এলপি গ্যাস ফিল্ডের কাছে ঘোড়া প্রতীকে নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্টে হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই একলাছ মিয়া। তিনি বলেন, খবর পেয়ে রাত আড়াইটার দিকে আমরা মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেছি।