বড়লেখায় ইউএনওর হস্তক্ষেপে রক্ষা পেল কিশোরী
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ১০:০৯ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক : বড়লেখায় ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার বাদ জুমা উপজেলার সুয়ারাতল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সুয়ারাতল গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে রোকসানা আক্তারের বিয়ের তারিখ নির্ধারণ ছিল শুক্রবার। পাত্র উপজেলার কলারতলি পারের পারভেজ আহমদ। স্কুলের ভর্তি রেজিস্টার অনুযায়ী রোকসানার বয়স এখনো ১৬ বছর পূর্ণ হয়নি। কিন্ত বাবা-মা স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল আজিজের যোগসাজশে ১৮ বছর পূর্ণ দেখিয়ে ভুয়া জন্মসনদ তৈরি করে বিয়ের প্রস্তুতি নেন। এ গোপন খবর পৌঁছে যায় ইউএনওর কানে। আর তখনই তিনি পদক্ষেপ নিয়ে এ বাল্যবিয়ে থেকে রক্ষা করেন স্কুলছাত্রীকে।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, স্কুলছাত্রীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই শুক্রবার বাবা-মা তাকে বিয়ে দিচ্ছিলেন। সকালের দিকে খবর পেয়েই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। বর আসার আগেই এ বিয়ে বন্ধ করা হয়।