নয়নসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা মহানগর বিএনপির
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ১১:২৮ পূর্বাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক : সিলেট এয়ারপোর্ট রোডে মালনীছড়া এলাকায় গত শনিবার ৪ জুন নৃশংস ভাবে খুন করা হয় খাসদবীর পয়েন্টের ব্যবসায়ী মনিরুল ইসলাম মনিরকে।
নৃশংস এই খুনের ঘটনার ৫ দিন পর সিলেট মহানগরীর ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহেল আহমেদ নয়ন সহ আরো বিএনপি কর্মীদের অমানুষিক নির্যাতন করে গ্রেপ্তার দেখিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।
শনিবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সদস্য সচিব মিফতা সিদ্দিকী বলেন, দুইদিন থানায় রেখে অমানুষিক নির্যাতন করে নেতাকর্মীকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নেতৃবৃন্দ অবিলম্বে সিলেট মহানগরীর ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহেল আহমেদ নয়ন সহ আরো বিএনপি কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান।