সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’র নবগঠিত কমিটির অভিষেক
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ৫:২৬ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান (১০ জুন) শুক্রবার রাত ৮টার সময় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ঐক্য কল্যাণ পরিষদ এর সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাহেল এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, দি সিলেট চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, কুশিয়ারা কনভেনশন হলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন আহমদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সিলেটের ব্যবসায়ীদের ব্যবসা বানিজ্যের বিশাল সুযোগ রয়েছে। কোম্পনিগঞ্জে হাইটেক পার্ক, শেরপুর ও হবিগঞ্জে ইকোনোমিক জোন সহ ভারতের সেভেন সিস্টারে ব্যবসা বানিজ্যের সুযোগের কথা বলে তিনি বলেন, সিলেটের ব্যবসা বানিজ্য প্রসারিত করতে ব্যবসায়ীদের সরকার সব রকমের সহযোগিতা করবে। ঢাকা থেকে তামাবিল পর্যন্ত এশিয়ান হাইওয়ে হচ্ছে। আধুনিক বাস টার্মিনাল নির্মিত হয়েছে। ব্যবসায়ীদের যত অসুবিধা রয়েছে তা সমাধানের ও তিনি আস্বস্থ করেন। ভ্যাট, ট্যাক্স নিয়মিত পরিশোধ করে সরকারকে সহযোগিতারও আহবান জানান তিনি। বক্তব্যের শেষে তিনি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের জন্য একটি স্থায়ী অফিসের ব্যবস্থা করে দেবেন, এতে আমিও সহযোগিতা করবো। তিনি সিলেটের ব্যবসায়ীদের সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমেদুর রব, লুৎফুর রহমান লিলু, ছাদ উদ্দিন, রাজ্জাক হোসেন, মইনুর রহমান মনি, নুরুল ইসলাম সুমন, যুগ্ম সম্পাদক আলেক মিয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল, জাহাঙ্গীর হোসেন, পংকী মিয়া, জয়নুল হোসেন, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুহেদ, লায়েক মিয়া, জাহাঙ্গীর আলম, রাজু আহমদ, আবুল কাশেম, শামিম চৌধুরী, সরোজ ভট্টাচার্য্য, সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তিতাস, আবদুল মুহিত স্বপন, আলী মেরাজ মোস্তাক, কোষাধ্যক্ষ কয়ছর আলী, সহ কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম কবির, প্রচার সম্পাদক মোহাম্মদ ইমরান খান রায়হান, সহ প্রচার সম্পাদক কবির আহমদ, শিপন আহমদ, আশরাফুল ইসলাম পাঠান, মো. শাহেদুর রহমান শাহেদ, আশফাক আহমেদ, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, সহ-দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন কামাল, আফরোজ আলী, ধর্ম বিষযক সম্পাদক নাসির উদ্দিন, শ্রী মহেশ ঘোষ, সাহিত্য বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, শিল্প বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর, সহ শিল্প বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান, আইন বিষয়ক সম্পাদক শাহ আলম, সুয়েব আহমদ লকুছ, মহসিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাক আহমদ শামেল, সহ সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মুন্না, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ইফতেখার আহমদ সুহেল, আমিনুল ইসলাম মুক্তা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শ্রী বিজিৎ লাল, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক গাজী মো. জামিল, সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক শেখ তাছলিমা আলী হেনা, সহ মহিলা বিষয়ক সম্পাদক রুজিয়া বেগম, পরিকল্পনা সম্পাদক ফয়জুর রহমান কামাল, আকবর আলী খন্দকার, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, সহ যোগাযোগ সম্পাদক টিটু সাহা, তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাইয়ুম বকস, সহ আপ্যায়ন সম্পাদক মোবারক হোসেন, বন্যা ও ত্রান বিষয়ক সম্পাদক ছালেক মিয়া, সুমন ইসলাম, প্রকাশনা সম্পাদক পিনাক কর, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক বদরুল হাসান চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক আবদুস ছালাম, সহ আন্তর্জাতিক সম্পাদক মিছবাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হোসাইন চৌধুরী, সহ কৃষি সম্পাদক জাকির হোসেন তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক আতাউর রহমান রজব, সহ শ্রম বিষয়ক সম্পাদক মাসুদ কাজী, পাঠাগার সম্পাদক শাখাওয়াত হোসেন, সহ পাঠাগার সম্পাদক শামীম কবির সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন। সভার শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি শাহ আহমেদুর রব এবং অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত সংগঠনে সহ সভাপতি লুৎফুর রহমান লিলু।