মাধবপুরে ডিবি’র অভিযানে গাঁজাসহ আটক-১
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ৫:৩২ অপরাহ্ণ
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জুন) বিকেল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় অবস্থিত হোটেল ওমর আলি (২) এর সামনে অভিযান চালিয়ে মাদক পাচারকালে মো: সুলেমান(২৪) কে আটক করেন। সুলেমাম মিয়া মাধবপুর উপজেলার আহম্মদপুর এলাকার মৃত ছিদ্দিক মিয়ার পুত্র।
এ সময় তার হেফাজতে থাকা ২৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি মাধবপুর জগদীশপুরে মাদক পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ সুলেমান মিয়াকে আটক করতে সক্ষম হই ।
জব্দকৃত গাঁজার সিজার মুল্য প্রায় ৩ লক্ষ্য ৯০ হাজার টাকা হবে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদক মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান।