‘আবুল মাল আবদুল মুহিত মানবতার জন্য কাজ করে গেছেন’
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ৬:১২ অপরাহ্ণ
দৈনিকসিলেডিটকম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো তাজুল ইসলাম বলেছেন, সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, লেখক ও আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা আবুল মাল আবদুল মুহিত নিজে একজন আলোকিত সফল মানুষ ছিলেন।
শনিবার দুপুরে সিলেট মহানগরীর ধোপাদিঘিরপাড়ে হাফিজ কমপ্লেক্সে আবুল মাল আবদুল মুহিতের চেহলাম উপলক্ষে আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনাকালে তিনি এ কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, আবুল মাল আবদুল মুহিত মানবতার জন্য কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত সঙ্গী হিসেবে তার নেতৃত্বে বাংলাদেশ দরিদ্র একটি দেশ থেকে বিশ্বের দরবারে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে।
তিনি বলেন, সফল মানুষ হিসেবে দেশের উন্নয়নে তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এ সময় পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন তার বড় ভাইয়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘মুহিত ভাই ছিলেন একজন জিনিয়াস ট্যালেন্টেড ব্যক্তি। তার চিন্তা ও চেতনায় সবসময় ছিল মানুষের কল্যাণ ও দেশের টেকসই উন্নয়ন। তার সেই স্বপ্ন বাস্তবায়নে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সুযোগ করে দিয়েছিলেন।’
এ জন্য তিনি পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
পরে আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও পরিবারের সদস্যসহ সমাজের নানা শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।