হাওরে নৌকা ডুবে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ১১:৩২ পূর্বাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক : কিশোরগঞ্জের ইটনার হাওরে ঝড়ে কবলে পড়ে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়ে গিয়েছিলেন সোমবার। মঙ্গলবার সকালে হাওরটির এহানের বিল থেকে এই তিনজনের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা কামরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। মরদেহগুলো থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।
তারা হলেন, মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫), আবদুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬৫) ও সওদাগরের ছেলে ওয়াসীম (৩৫)। তাদের দুইজনের বাড়ি করিমগঞ্জ উপজেলার হালগরা গ্রামে। একজনের বাড়ি তাড়াইল উপজেলার দামিয়া গ্রামে।
সোমবার দুপুরে তাড়াইল উপজেলার দামিয়া ইউনিয়ন থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা গাছের ডাল-পালা নিয়ে রওনা দেয়। পথে ঝড়ের কবলে পড়লে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এতে দুইজন সাঁতার কেটে উঠে এলেও তিনজন নিখোঁজ হয়ে যান।