আরব আমিরাতে গ্রিন সিগনালের মেয়াদ ১৪ দিন
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ১২:২৯ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে ভ্যাকসিন সার্টিফিকেট থাকলে আল-হোসেন অ্যাপে গ্রিন সিগনালের মেয়াদ ১৪ দিন করা হয়েছে। আগে এ মেয়াদ ছিল ৩০ দিন। সোমবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় এই আইনটি আগামী বুধবার থেকে কার্যকর হবে। আমিরাতের রাজধানী আবুধাবিতে সরকার অফিস, পার্ক ও বিভিন্ন মলে গ্রিন সিগনাল ছাড়া প্রবেশ করতে দেওয়া হয় না।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে গেল এক সপ্তাহে করোনার সংক্রমণ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। সোমবার আক্রান্তের সংখ্যা ১৩১৯ জনে গিয়ে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে সেখানে বসবাসরত নাগরিকদের সচেতনতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।