লিডিং ইউনিভার্সিটির প্রক্টরিয়াল অফিস উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ৫:৪৩ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম সহজতর করার জন্য বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত প্রক্টরিয়াল অফিস উদ্বোধন করা হয়েছে। অফিসের ফার্নিচার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
সোমবার (১৪ জুন ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ১ম একাডেমিক ভবনের নিচতালায় নতুন এই প্রোক্টরিয়াল অফিস উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
এসময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, প্রক্টর মো. রাশেদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন