হবিগঞ্জে পুকুরে ডুবে শিশু মৃত্যু, উদ্ধার মরদেহ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ৬:৩৫ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে পুকুরের ডুবে মারা গেছে এক শিশু।তার নাম সানজিদা আক্তার (৫)।
মৃত সানজিদা আক্তার উপজেলার পশ্চিম রুহিতনসি গ্রামের মো. মেহেদি হাসানের মেয়ে।
মঙ্গলবার(১৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
লাখাই থানার (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, সানজিদা নামে ওই শিশুটি বাড়ির উঠানে বসে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে তারা পুকুর পারে চলে যায়। এসময় অসাবধানতা বশত ওই শিশুটি পুকুরের পানিতে পরে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় কান্নায় ভেঙে পড়েন সানজিদার স্বজনরা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন