বৃহস্পতিবার সিলেটে ১২টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ৯:৪৫ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: ভারতের বিজিপির মুখপাত্র নুপুর শর্মা ও নবী কুমার জিন্দাল কর্তৃক বিশ^মানবতার পথ প্রদর্শক, মানবতার অগ্রদূত, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)-কে নিয়ে অশালীন কটুক্তির প্রতিবাদে ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ৬ থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট ব্যবসায়ী সমিতিভুক্ত আমজাদ আলী রোড, কালীঘাট, লালদিঘীরপার, মহাজনপট্রি, শাহচট রোড, চাউল বাজার ও ডাকবাংলো রোডের সকল ব্যবসায়ী বৃন্দকে সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহবান জানিয়েছেন সিলেট ব্যবসায়ী সমিতি।
বুধবার (১৪ জুন) এক বিবৃতিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহবান জানান সিলেট ব্যবসায়ী সমিতি সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক হাজী মোঃ দিলদার হোসেন।