সুনামগঞ্জের নদীর পানি ফের বিপৎসীমার উপরে, বন্যার আশঙ্কা
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২২, ১:০৫ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সবকয়টি নদীর পানি আবারও বিপৎসীমার উপর দিয়ে বইছে। কোথাও কোথাও কূল উপচে পানি নিম্নাঞ্চলে প্রবেশ শুরু করেছে। সুনামগঞ্জ শহরের নদীর পাড়ের সড়কগুলো বুধবার ভোরে প্লাবিত হয়েছে। বিশেষ করে উত্তর আরপিন নগর, তেঘরিয়া, ষোলঘরের কিছু এলাকা ও নবীনগর সড়কে পানি ওঠেছে।
এর আগে গত ১ মে থেকে ২০ মে পর্যন্ত জেলার দোয়ারা, ছাতক, বিশ্বম্ভপুর ও সুনামগঞ্জ সদরের বেশ কিছু এলাকার মানুষ বন্যার দুর্ভোগে ছিলেন। গত ৭ দিন সুনামগঞ্জে এবং উজানের মেঘালয় চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হওয়ায় নদীর পানি টইটুম্বুর হয়ে আছে। মঙ্গলবার দিনে ও রাতে বৃষ্টি হওয়ায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বুধবার সকালে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আবহাওয়া অফিসের বরাতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম আগামী দুই দিন বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সংশ্লিষ্ট সকল বিভাগকে বন্যা মোকাবিলায় প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।