চকলেটের প্রলোভনে চার বছরে শিশুকে ধর্ষণের চেষ্টা
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২২, ৩:০০ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে চকোলেটের প্রলোভনে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কলিমুউদ্দিন (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও (চরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর বাবার করা এক মামলায় (নং ১০) ওই যুবকে গ্রেপ্তার করা হয়।
বুধববার (১৫ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত ওই যুকককে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৪ জুন) দিবাগত রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার সাহাজি।
গ্রেপ্তারকৃত কলিমুউদ্দিন ঠাকুরগাঁও জেলার বালিয়াযাঙ্গি থানাধীন হলদীবাড়ীরটহাট এলাকার করিয়া (মলন্দা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি কালীগঞ্জ পৌর এলাকারর মূলগাঁও (চরপাড়া) গ্রামের মনির হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্রাণ-আরএফএল কারখানায় কাজ করতো। ভুক্তভোগীর মা-বাবা একই বাড়িতে ভাড়া থেকে একই কারখানায় কাজ করেন।
পরিবারের বরাত দিয়ে এসআই প্রদীপ কুমার সাহাজি জানান, ১২ জুন সকালে ঘুম থেকে উঠে চার বছরের ওই শিশু বাইরে খেলাধুলা করছিল। এক পর্যায় শিশুটিকে দেখেতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। পরে একই বাড়ির পাশের ভাড়াটিয়া কলিমুউদ্দিন ঘরের দরজা চাপানো দেখে ওখানে ধাক্কা দিয়ে তাদের শিশু সন্তানকে কলিমুউদ্দিনের বিছানায় বিবস্ত্র অবস্থায় দেখতে পান এবং পরিবারের লোকজনকে দেখে শিশুটি কান্নাকাটি শুরু করে। এদিকে, কলিমুউদ্দিন শিশুটির পরিবারের লোকজন দেখে তাড়াহুড়া করে ঘুমের ভান করে।
তিনি আরো বলেন, পরিবারের লোজন শিশুটিকে কান্নার কারণে জানতে চাইলে সে জানায় বাইরে খেলাধুলা করা অবস্থায় তাকে চকোলেটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে বিবস্ত্র করে। পরে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মঙ্গলবার সকালে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ তদন্ত করে ওইদিনই ধর্ষণ চেষ্টার মামলা দায়ের হয় এবং দিবাগত রাতে অভিযুক্ত ওই যুককে গ্রেপ্তারের পর বুধবার গাজীপুর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।