জকিগঞ্জেও দুই বিদ্রোহী প্রার্থীর জয়
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডটকম : সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ও কাজলসার ইউনিয়ন পরিষদ নির্বাচন পুনরায় অনুষ্ঠিত হয়েছে। এতে দুই বিদ্রোহী প্রার্থী জয় লাভ করেছেন।বুধবার (১৫ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ।
বিদ্রোহী পার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। ৬নং সুলতানপুর ইউনিয়নে নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। আর ৩নং কাজলসার ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী আশরাফুল আম্বিয়া বিজয়ী হয়েছেন।
কেন্দ্রভিত্তিক প্রাথমিক তথ্যমতে- সুলতানপুর ইউনিয়নে ৪ হাজার ৬৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ইকবাল আহমদ চৌধুরী একল পেয়েছেন ৩ হাজার ৩৭৩ ভোট।
অপরদিকে, কাজলসার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ছাত্রলীগ নেতা আশরাফুল আম্বিয়া ৩ হাজার ৭৭৬ ভোট পেয়ে
বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বিএনপি নেতা চেরাগ আলী পেয়েছেন ২ হাজার ৮৭৭ ভোট। আর নৌকার প্রার্থী জুলকারনাইন লস্কর ভোট পেয়েছেন ২ হাজার ১৭৬টি।