শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-২
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২২, ৫:৩২ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(১৫ জুন) গভীররাতে শ্রীমঙ্গল উপজেলার বিটিআরআই সংলগ্ন রাবার বাগানের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে মুন্না মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের তাহেব মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৭)।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী স্বয়ংক্রিয় পিস্তল (আগ্নেয়াস্ত্র), ১টি লোহার তৈরি ডেগার, ১টি স্টিলের করাত, ১টি স্টিলের রুল, ১টি কাঠের রুল, ১টি সাইকেলের চেইন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গনে প্রেসব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়। প্রেসব্রিফিং এ উপস্থিত ছিলেন মৌলভীবাজার সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) শহীদুল হক মুন্সি, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম অর রশিদ তালুকদার প্রমুখ।
প্রেস ব্রিফিং এ শহীদুল হক মুন্সি বলেন,
প্রেসবিফ্রিং এ মো. শহীদুল হক মুন্সী বলেন, গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান তাদের গ্রেফতার করে। তাদের সাথের যারা ছিলো তাদের খুজে বের করার কাজ চলছে। আজ দুপুরে তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটা থেকে দুইটার মধ্যে শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের বিটিআই এলাকায় সড়ক অবরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছিলো। সে সময় দা ও লাঠিসোঁটা দিয়ে ভয়ে দেখিয়ে কয়েকটি প্রাইভেট কার ও মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে ছয় লক্ষাধিক টাকা লুট করা নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
তবে তখন পুলিশ বলছিলো, ঘটনাটি ডাকাতি নয়, ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এই ঘটনার সাথে এদের কোন সম্পর্ক আছে কি না জানতে চাইলে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. শহীদুল হক মুন্সী বলেন ‘ এই ঘটনার সাথে তাদের সম্পৃকততা না পাওয়া গেলেও তারা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ডাতাতির সাথে জড়িত ছিলো। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে।