ময়ূরাক্ষী
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২২, ৭:৪৭ অপরাহ্ণ
সুব্রত দাস
আমি এই পথে বহুবার
– বহুরূপে গিয়াছি ;
তোমারে খুঁজিয়া।
তুমি কি ভুলে গেছো!
রাতের আকাশে
দু’জনার গল্পে ভেসে যাওয়া।
তুমি কি ভুলে গেছো!
নির্জন পথে বৃষ্টি বিলাসিতায়
ভিজে দু’জনার হেঁটে যাওয়া।
তুমি কি ভুলে গেছো!
দু’জনার চোখে চোখ রেখে
সন্ধ্যার বহে যাওয়া।
তুমি কি ভুলে গেছো!
তোমার কালো টিপ নিয়ে
আমাকে গল্পকার বণে যাওয়া।
তুমি কি সত্যি ভুলে গেছো!
আমি বলেছিলাম –
” যদি তোমার কপালে কালো ছোট্ট একটা টিপ ;
নাকে বনফুল এর মতো নাক ফুল,
কানে ঝুমকো জবা ফুলের তুড়ির এক জোড়া ঝুমকো থাকে,
তবে আমি অগণিতবার
তোমার প্রেমে পড়তে পারি
নির্দ্বিধায় অনাহাসে “।
চোখ যেন তার সহস্র সমুদ্রের প্রবাহিত জলের জলরাশি,
এক পলক তাকালেই যেন
আয়নার মতো প্রতিফলিত হয়
পৃথিবীর প্রতিচ্ছবি।
ময়ূরাক্ষী – ময়ূরাক্ষী, বলে উন্মদা হয়ে যেতাম ;
আজো কি কর্ণে বাজে না সেই ধ্বনি?
তুমি কি ভুলে গেছো!
হয়তোবা তুমি ভুলে গিয়েছো
তবু ভুলেনি জবা, কৃষ্ণচূড়া, শিউলি
বেলি ছিলো আরো কেতকী ;
চন্দন কাঠও হয়তো তখন বলে উঠবে
আর কত ময়ূরাক্ষী
ময়ূরাক্ষী এইতো আমিই শেষ সাক্ষী।