পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টা অব্যাহত, পানিবন্দি মানুষকে উদ্ধারে নামছে সেনাবাহিনী
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২২, ২:৪৬ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডটকম : সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাঁর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
বৃহষ্পতিবার বিকাল থেকে সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।বন্যা দুর্গতদের সহায়তার জন্য ব্যবস্থা গ্রহনের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী,
ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ, এএফডি, রিলিফ এস মিনিস্টার ড. এনাম, ও সিলেটের জেলা প্রশাসকের সাথে আলাপ করেন।
এর প্রেক্ষিতে ত্রাণ এবং নগদ অর্থের ব্যবস্থা করা হয়.। বন্যা দূর্গত মানুষজনদের উদ্ধারের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে এবং সেনা মোতায়েন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ত্রাণ সামগ্রী হিসাবে ৮ হাজার শুকনো খাবারের প্যাকেট, অতিরিক্ত ২০ লক্ষ টাকা (গতকালের সাড়ে ৩ লক্ষ টাকা ছাড়াও, বরাদ্দ দেয়া হয়েছে।
সিলেটের জেলা ও উপজেলা প্রশাসনের হাতে পর্যাপ্ত পরিমাণ নৌকা ও উদ্ধার সরঞ্জামাদি না থাকায় জেলা প্রশাসক ইতোমধ্যে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন।
শুক্রবার সকালে জেলা প্রশাসক মো. মজিবর রহমান পানিবন্দি মানুষকে উদ্ধারসহ সার্বিক সহযোগিতা চেয়ে ১৭ পদাতিক ডিভিশন সিলেটের জেনারেল অফিসার কমান্ডিং বরার চিঠি পাঠিয়েছেন।
প্রসঙ্গত, সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, সদর ও বিশ্বনাথ উপজলোয় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। পানিবন্দি মানুষ কোনভাবেই নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বৃহস্পতিবার রাত অন্ধকারে কাটাতে হয়েছে তাদের। উদ্ধারের জন্য মানুষের মধ্যে রাতভর ছিল আর্তনাদ। এই অবস্থায় উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনীকে কাজে লাগানোর দাবি ওঠে।
এদিকে সিলেট শহরের অধিকাংশ এলাকা পানির নিচে। সিলেট-সুনামগঞ্জ সড়ক বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে গেছে।