সিলেট নগরীতে বন্যার পানি কমতে শুরু করেছে
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২২, ৯:২৫ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডটকম :অব্যাহত ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিলেট নগরীর অধিকাংশ বাসা-বাড়িতে পানি উঠে যায়। গত তিন দিন পানি তর তর করে বাড়তে থাকে। কোন কোন স্থানে প্রতি ঘন্টায় এক ইঞ্চি করে পানি বাড়তে থাকে।
শুক্রবার (১৭ জুন) দুপুর ২টা পর্যন্ত এই ধরা অব্যাহত ছিলো।
বিকাল তিনটা থেকে এর ছন্দপতন ঘটে। পানি কমতে শুরু করে। বিকাল ৩টা থেকে রাত নয়টার মধ্যে আখালিয়া এলাকায় প্রায় সাড়ে তিন ইঞ্চি পানি কমে।
আমাদের নগর প্রতিনিধিরা জানিয়েছেন, নগরীর অন্যান্য এলাকাতেও পানি কমতে শুরু করেছে।
আশা করা হচ্ছে পানি কমার এই ধারা অব্যাহত থাকলে বিদ্যুৎ ব্যবস্থাও স্বাভাবিক হয়ে আসবে। ইতোমধ্যে কুমারগাঁও বিদ্যুৎ স্টেশনে সেনাবাহিনীর সহায়তায় কাজ শুরু হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন