সিলেটে বিজিবি এবার রান্না করা খাবার বিতরণ করলো
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২২, ৫:১২ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডটকম : বিজিবি সিলেটের বন্যা কবলিত জনসাধারণকে উদ্ধার ও তাদের মাঝে ত্রান সামগ্রী বিতরণের পাশা পাশি এবার রান্না করা খাবার বিতরণ করেছে।
শনিবার ( ১৮ জুন ) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)এর ব্যবস্থাপনায়, সিলেট সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+ সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজ, বন্যা কবলিত আনুমানিক ১৫০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
এছাড়াও আরো ১০০০টি পরিবারের মাঝে শুকনা খাবার সামগ্রী পৌছে দেয়ার কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
এসময় জকিগঞ্জ ব্যাটলিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি এবং নবাগত অধিনায়ক, লেঃ কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি এবং সহকারী পরিচালক মনছুর আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ১৭ জুন ২০২২ তারিখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুরোধক্রমে তাদের ছাত্রী হোস্টেলে পানিবন্দী ছাত্রীদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করত ৫০০ জন ছাত্রীকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। বন্যার্তদের সাহাযার্থে ও উদ্ধার কার্যক্রমে রিজিয়ন সদর দপ্তর ও বিজিবি সদর দপ্তর নিয়মিতভাবে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। এছাড়াও জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের সাথে তারা কার্যকরী যোগাযোগ রক্ষা করছেন।।