দুস্থদের মধ্যে বিজিবি এবার চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করলো
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২২, ১:৪৫ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডটকম :সিলেট জেলার বন্যা কবলিত দুস্থ ও অসহায় জনসাধারণকে উদ্ধার এবং খাদ্যসামগ্রী বিতরণের পর বিজিবি এবার বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে।
রবিবার ( ১৯ জুন ) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় টুকের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিলেট জেলার বন্যা কবলিত দুস্থ ও অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে শ্রীমঙ্গল সেক্টর এর মেডিকেল অফিসার মেজর ডাঃ মোঃ তানভীর খান, এবং সিলেট সেক্টরের মেডিকেল অফিসার ডাঃ ফাহমিদা জাহান এর নেতৃত্বে একটি দল মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৫০০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই মেডিকেল ক্যাম্পেইন বিকাল ৫টা পর্যন্ত অব্যাহত থাকবে।