কাউন্সিলর কামরানের প্রসংসনীয় উদ্যোগ, খাবার পানির জন্য হট লাইন
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২২, ৮:০১ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: বন্যার কারণে অন্যান্য এলাকার মতো ৯নং ওয়ার্ডে খাবার পানির সংকট দেখা দিয়েছে। বাসা-বাড়ির গভীর নলকূপে বন্যার পানি ঢুকে যাবার কারণে পানিতে দুর্গন্ধ দেখা দিয়েছে। এ জন্য ওয়ার্ডবাসী খাবার পানির জন্য কষ্ট করছেন। বিষয়টি জেনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মখলিছুর রহমান কামরান তাঁর ওয়ার্ডে খাবার পানি বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে
খাবার পানির জন্য হট লাইন চালু করেছেন। খাবার পানির জন্য ০১৭২০৫৮৯০৩৮ এই নাম্বারে কল দিলে পানি বাসায় পৌছে দেয়া হবে।
মখলিছুর রহমান কামরান জানান, বাজারে খাবার পানির সরবরাহ কম, পানি পাওয়া যাচ্ছে না, তার পরও আমরা সংগ্রহ করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ মঙ্গলবার থেকে আমরা ৯নং ওয়ার্ডে খাবার পানি বিতরণ করতে পারবো বলে আশা করছি।