সিলেটে বন্যাদুর্গতদের মধ্যে জেলা পুলিশের খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২২, ১০:২৬ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেট জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিভিন্ন থানা এলাকায় অনাহারি বন্যাদুর্গতদের মধ্যে খাবার পৌঁছে দিতে একাধিক টিম গঠন করা হয়েছে।
এরমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহরিয়ার বিন সালেহ’র নেতৃত্বে গোয়াইনাঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, পুলিশ পরিদর্শক শ্যামল বনিক একাধিক টিমে বিভক্ত হয়ে কোম্পানীগঞ্জ থানা এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ৬০০ জন বানবাসির মধ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করেন।
আজ সোমবার ( ২০ জুন ) এসব খাবার বিতরণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে কানাইঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল করিম ও জেলা গোয়েন্দা শাখার (উত্তর) অফিসার ইনচার্জ রেফায়েত উল্লাহ চৌধুরীর সমন্বয়ে একটি টিম জৈন্তাপুর থানার বিভিন্ন এলাকার প্রায় ৫০০ বানবাসি মানুষের মধ্যে খিঁচুড়ি বিতরণ করেন।
দীর্ঘ সময় আশ্রয় কেন্দ্রে অনাহারে অর্ধাহারে থাকার পর জেলা পুলিশের পক্ষ থেকে রান্না করা খাবার পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এছাড়া ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে থানা এলাকায় রান্না করা খিঁচুড়ি বিতরণ করা হয়েছে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনের নেতৃত্বে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়সহ একটি টিম বিয়ানীবাজার থানা এলাকায় প্রায় ১০০ জন বানবাসি মানুষের মধ্যে খিঁচুড়ি এবং ২০০ জন মানুষের মধ্যে চাল, ডাল ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদারের নেতৃত্বে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরীর সমন্বয়ে একটি টিম থানা এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ৩০০ জন বানবাসি মানুষের মধ্যে রান্না করা খিঁচুড়ি বিতরণ করেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম পিপিএম’র নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ২৫০ বানবাসির মধ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে বিভিন্ন এলাকায় প্রায় ২০০ বানবাসির মধ্যে চিড়া, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি ও চাল বিতরণ করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলামের নেতৃত্বে থানার অফিসার ফোর্সসহ একাধিক টিমে বিভক্ত হয়ে থানা এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাদ্য বিতরণ করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম-বার’র নির্দেশে বাংলাদেশ পুলিশ সিলেট জেলার বানবাসি মানুষের পাশে আছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জেলা পুলিশের এমন মানবিক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।