বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে সন্ধানীর ত্রাণ-সহায়তা চলছে
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২২, ১২:১৩ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: স্মরণকালের ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত পুরো সিলেট বিভাগ। অসংখ্য মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। গত তিন দিন থেকে ‘সন্ধানী’এইসব বন্যাদুর্গতদের ত্রাণ-সহায়তা অব্যাহত রেখেছে।
সিলেটের রাস্তায় কোমর সমান পানি, ঘরে বিদ্যুৎ বিভ্রাট, যোগাযোগ বিচ্ছিন্নতা, সামর্থ্যের অধিক চাহিদা, ক্লান্তি, জরা কোনোকিছুই থামাতে পারবেনা মানবসেবার মহান ব্রত নিয়ে আত্মনিয়োগকৃত সন্ধানীর সদস্যদেরকে।
পথে পথে অনেক বাঁধা বিপত্তি সত্তেও সন্ধানী কেন্দ্রীয় পরিষদের তত্ত্বাবধানে সিলেটে অবস্থিত সন্ধানীর তিন ইউনিট, সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট, সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এবং সন্ধানী পার্কভিউ মেডিকেল কলেজ ইউনিটের। তারপরও প্রায় তিন শতাধিক পরিবারের কাছে ত্রাণ পৌঁছাতে আমরা সক্ষম হয়েছি। যদিও চাহিদার তুলনায় আমাদের সামর্থ্য খুব কম; কিন্তু, আমরা দৃঢ়প্রতিজ্ঞ, আমরা হাল ছাড়বো না। প্রতিটি দুর্যোগ, প্রতিটি অসহায় মানুষের পাশে আমরা আছি, আমরা থাকবো।
আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান সৃষ্টিকর্তা আমাদের মানবসেবার সুযোগ দিয়েছেন এটাই আমাদের প্রাপ্তি, আমাদের জীবনের সার্থকতা।