বন্যার্তদের মাঝে আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২২, ৫:১৬ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক : সিলেট জেলায় ভারি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ী ঢলে জনজীবন বিপর্যহমশ হয়ে পড়েছে। এই দুর্যোগকালীন সময়ে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও সদস্য-সদস্যারা বন্যার্তদের উদ্ধার তৎপরতাসহ সার্বক্ষণিকভাবে বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে।
সোমবার (২১ জুন) সিলেট সদর উপজেলায় বন্যার্ত আশ্রয় কেন্দ্র গাজী বুরহান উদ্দিন গঃ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাজী শফিক হাইস্কুল আশ্রয় কেন্দ্রে ৬০০ জনকে রাতে খিচুরী বিতরণ করা হয়। এছাড়া জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, দক্ষিণ সুরমা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন শুকনো খাবার বিতরণ করে যাচ্ছে। বিতরণকৃত সামগ্রী হল মুড়ি, চিরা, আখের গুড়, মোমবাতি, ওরালস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাপে কাটা রশি, ব্রেড, ৩০০ পরিবারের প্রায় ১৪শত শুকনা খাবার, রান্না করা খিচুড়ী ও কলাগাছের ভেলা এক হাজার বন্যার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান সিলেট জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন। আনসার ও ভিডিপির ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন, সিলেট রেঞ্জের সহকারী পরিচাক মোঃ মশিউর রহমান মানিক, সিলেট জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেল গাজী, কোম্পানীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ সেলিনা বেগম, আনসার কমান্ডার ইমতিয়াজ রহমান ইনু প্রমুখ।