সিসিক মেয়র আরিফকে প্রধানমন্ত্রী যা বললেন
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২২, ৮:২০ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন , ‘তার দলের কেউ আসে নাই, তার দলের সব ঘরে বইশা ফাটাইয়া ফেলতেছে সব। উনিই বলুক তার দলের কাছ থেকে কি পাইছে আমরা শুনি।’
মঙ্গলবার, (২১শে জুন) সিলেট সার্কিট হাউসে মেয়রের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সিলেটের বন্যা পরিস্থিতি তুলে ধরে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা সম্পর্কে অবগত করে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের বাজারে চিঁড়া, গুড়ের দাম বেড়ে গেছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। সিলেট সিটি করপোরেশন মাত্র ৩০ টন চাল বরাদ্দ পেয়েছে। এটি বাড়ানোর দাবি জানান তিনি। চারটি মেডিকেল টিম সিলেট নগরে কাজ করছে। আরো লোকবল বাড়ানো গেলে মেডিকেল টিম বাড়ানো যাবে বলে জানান তিনি।
মেয়র জানান- সিলেটের কয়েকটি এলাকা দিয়ে আকস্মিক পানি ঢুকে নগর ডুবে যায়। এজন্য শহর রক্ষা বাঁধের প্রয়োজন। ১৫ কিলোমিটার এলাকায় শহর রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান।
এসময় প্রধানমন্ত্রী দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
বৈঠকে ঢাকা থেকে আসা মন্ত্রী পরিষদের সদস্য, এমপিরা ছাড়াও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।