সুনামগঞ্জে বন্যার্তদের ত্রাণ দিতে গেলে বাসভাড়া ফ্রি
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২২, ৪:৪০ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডটকম : সিলেট থেকে সুনামগঞ্জে যারা বন্যার্তদের ত্রাণ দিতে যেতে চান, তাদের জন্য বাসভাড়া ফ্রি করে দিয়েছে সুনামগঞ্জ-সিলেট সড়ক পরিবহন মালিক সমিতি। এরই মধ্যে ফ্রি ভাড়ায় সুনামগঞ্জে ত্রাণ নিয়ে গেছেন সিলেটের এমসি কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার রাতে সুনামগঞ্জ-সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেন সুনামগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুক্তি মুকুল।
দিশাহারা বন্যাকবলিতদের জন্য ত্রাণ পৌঁছে দিতে যাতায়াত সমস্যায় পড়ছেন অনেকে। তাই মানবিক দিক বিবেচনায় ফ্রিতে ত্রাণ পৌঁছানো দিতে এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার সুনামগঞ্জে ত্রাণ নিয়ে যাওয়া দলের মধ্যে একজন বিমান ধর।তিনি বলেন, ‘বাস মালিক সমিতির লোকেরা যে সুযোগ দিয়েছেন সেটিকে আমরা সাধুবাদ জানাই। কারণ যে ভাড়া দিয়ে আমরা যেতাম, সেটি এখন আর লাগছে না। বেঁচে যাওয়া টাকা দিয়ে আরও কয়েকজন পরিবারের জন্য ত্রাণ পৌঁছে দেয়া যাবে।’
সুনামগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুক্তি মুকুল বুধবার বলেন, ‘আমাদের ত্রাণ নিয়ে সিলেট থেকে সুনামগঞ্জে বাসভাড়া ফ্রি করে দেয়া পর অনেকেই সেই সুবিধাটা নিচ্ছেন। আমরা চাই বানভাসি মানুষ খাবার পাক, যত দিন না বানভাসি মানুষের কষ্ট দূর না হবে, আমরা এই সেবা চালু রাখব।’
মঙ্গলবার ফ্রি ভাড়ার ঘোষণায় বলা হয়েছে, ‘সিলেট থেকে সুনামগঞ্জে যারা ত্রাণ নিয়ে যাবেন, তারা সিলেট কুমারগাঁও বাসস্টেশন থেকে বিনা মূল্যে সুনামগঞ্জ নতুন বাসস্টেশনে ত্রাণ নিতে পারবেন। কোনো ভাড়া লাগবে না। একই সঙ্গে ভাড়ার টাকার অভাবে কেউ যদি সুনামগঞ্জ যেতে না পারেন, কুমারগাঁও বাসস্টেশন আসবেন, আপনাকে ফ্রিতে সুনামগঞ্জ পৌঁছে দেয়া হবে।’
বুধবার থেকে সুনামগঞ্জ সিলেট রোডে বাস চলাচল করবে। কাউন্টারও খোলা থাকবে। প্রয়োজনে ০১৭১১-০৫৯৬৩৪, ০১৭২৭-৫৩৫৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।