সিলেটে বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণ অব্যহত রেখেছে বিজিবি
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২২, ৫:৩৯ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডটকম : সিলেট জেলায় শতাব্দীর ভয়াবহ বন্যায় বিভিন্ন উপজেলাসহ শহরতলি এবং সীমান্ত এলাকা প্লাবিত হয়। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নিয়েছেন সরকারি আশ্রয় কেন্দ্রে। আশ্রয় কেন্দ্রে নারী পুরুষ ও শিশুসহ এলাকার লোকজন যতসামান্য জিনিসপত্র নিজের সাথে নিয়ে আসার সুযোগ পেয়েছেন। ফেলে এসেছেন ঘরবাড়ি তৈজসপত্র যা ইতোমধ্যে বানের পানিতে বিলিন হয়েছে। এমন বাস্তবতায় একবেলা একমুঠো খাবার সংগ্রহ করা তাদের জন্য অসাধ্য। এমন পরিস্থিতিতে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁরা বন্যা দুর্গতদের উদ্ধার
ও ত্রাণ বিতরণ এবং মেডিকেল ক্যাম্প পরিচালনা অব্যহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২২জুন) দুপুরে সিলেটের সীমান্ত উপজেলা কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকার বুড়দেওসহ আশপাশের বন্যাকবলিত পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে ৪৮ বিজিবি।
ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল সিএইচ সেলিম হাসান । তিনি জানান, সিলেট সেক্টরের আওতাধীন ৮১ কিলোমিটার এলাকার দুর্গম এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে বিজিবি। এ সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীসহ অন্যরা।