সেলিনা মোমেন সিলেট আসছেন আজ
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২২, ১২:২৮ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডটকম : পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী, মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী সেলিনা মোমেন আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট আসছেন। রাষ্ট্রীয় অতি জরুরী প্রয়োজনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বিদেশ সফরে থাকায় তার পক্ষে সেলিনা মোমেন সিলেটের বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করবেন মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে। তিনি কয়েকদিন সিলেটে অবস্থান করবেন বলেও জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রীর পিএস মো: শাহরিয়ার ফিরোজসহ অন্যান্য কর্মকর্তারাও বানভাসি মানুষের জন্য সিলেটে কাজ করছেন।
সেলিনা মোমেন এর আগে গত ১০ জুন মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় দেড় হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এইসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।