হাটখোলা ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে ত্রান বিতরণ করলেন সেলিনা মোমেন
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২২, ১০:১৬ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে বন্যাদুর্গত অসহায় পরিবারের মধ্যে ত্রান বিতরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী, মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী সেলিনা মোমেন।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে ৭৫০ পরিবারের মধ্যে মোমেন ফাউন্ডেশন পক্ষ থেকে তিনি এই ত্রাণ বিতরণ করেন।
আজ দুপুরে সিলেট পৌছেই তিনি দুর্গত মানুষের কাছে চলে যান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি রাষ্ট্রীয় সফরে বিদেশ রয়েছেন। তার অনুপস্থিতিতে সেলিনা মোমেন পুরো সপ্তাহ জুড়ে সিলেট অবস্থান করবেন এবং বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রান বিতরণ করবেন।
এই সময় উপস্থিত ছিলেন সিলেট মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস হেলেন আহমেদ হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোশায়েদ আলী ও সহ-সভাপতি খোরশেদ আলমসহ সদর যুবলীগ আজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।