মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের হাতে ত্রান হস্তান্তর করা হলো
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২২, ৩:১৫ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের হাতে বন্যাদুর্গতদের মাঝে বিতরণের জন্য ত্রান সাম্গ্রী হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৪ জুন) দুপুর ১২ ঘটায় সিলেটের ধোপাদিঘীরপারস্থ হাফিজ কমপ্লেক্সে সিলেটের সদর-কোম্পানিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে ‘মোমেন ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা তুলে দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সুযোগ্য সহধর্মিণী ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস সেলিনা মোমেন।
প্রতিটি দুর্যোগ-দুঃসময়ে মোমেন ফাউন্ডেশন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল ঠিক সেভাবে শুরু থেকেই এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে মোমেন ফাউন্ডেশন। মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস সেলিনা মোমেন বলেন- আমি ও আমার মোমেন ফাউন্ডেশন নিয়ে সবসময় অসহায় মানুষের মানুষের পাশে সবসময় ছিলাম,, এখনো আছি এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ মোকাবেলায় আপনাদের পাশে থাকব।
দলীয় ও জনপ্রতিনিধিদের হাতে মিসেস সেলিনা মোমেন পর্যাপ্ত পরিমান ত্রাণ তুলে দিয়ে বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি অসহায় মানুষ যেন এই ত্রাণ সহযোগিতা পায় এবং তিনি আরো বলেন, মোমেন ফাউন্ডেশনের এই ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মিসেস সেলিনা মোমেন ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সিলেট এর চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ মিসেস হেলেন আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননন্দিত কাউন্সিলর জনাব আজাদুর রহমান আজাদ ও সিলেটের বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জনপ্রতিনিধিগণ।