সীমান্ত পরিবার কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় দুস্থদের মধ্যে ত্রান বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২২, ৩:৩২ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) বর্ডার গার্ড বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান বিজিবি পরিবারের বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণমূখী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এছাড়াও জাতীয় যে কোন দুর্যোগে এ সংস্থাটি দেশের আপামর জনগণের জন্য সাহায্য ও সহযোগিতা করে থাকে। এরই ধারাবাহিকতায় ‘সীপকস’ বর্তমানে সিলেট ও সুনামগঞ্জের বানভাসী মানুষের অসহায়ত্ব ও দুর্যোগের কারণে দুর্গতদের সেবায় এগিয়ে এসেছে।
শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), সরাইল এর অধীন¯’ সকল উপ-শাখা, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপক্স)পক্ষ থেকে শুক্রবার ( ২৪ জুন ) সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), সিলেট এর তত্ত্ববধানে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রধান কার্যালয়, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি, ঢাকা এর সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক এর নির্দেশনা মোতাবেক সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তের দূর্গম এলাকায় বসবাসকারী বন্যা দূর্গত ৪০০ (চারশত) পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।