ফাঁকা বাড়িতে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২২, ১০:১৩ পূর্বাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক :তাহিরপুরে পাহাড়ি টিলায় ফাঁকা বাড়িতে একা পেয়ে এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। শনিবার সকালে ভিকটিমের মা বাদী হয়ে ওই ঘটনায় দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
শনিবার বিকালে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। তারা হলেন- উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত গ্রাম চাঁনপুরের মর্তুজ আলীর ছেলে মহরম আলী (২৫), একই গ্রামের আবু বক্করের ছেলে আলমগীর হোসেন (২৬)।
শনিবার সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান (তাহিরপুর-জামালগঞ্জ সার্কেল) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পাহাড়ি টিলায় ফুফুর বাড়িতে থেকে স্থানীয় একটি মাধ্যমিক স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে ১১ বছর বয়সী ওই শিশুকন্যা। ফুফুর পরিবারের লোকজন জীবিকার তাগিদে কাজের সন্ধানে শুক্রবার সকালে বাহিরে যান। টিলার ফাঁকা বাড়িতে একা পেয়ে ওই শিশুকন্যাকে ঘরের ভেতর জাপটে ধরে ধর্ষণচেষ্টা চালায় মহরম আলী ও আলমগীর। তখন শিশুকন্যা চিৎকার করলে প্রতিবেশীরা প্রতিরোধে এগিয়ে আসায় অভিযুক্তরা পালিয়ে যায়।
শনিবার সকালে ভিকটিমের মা বাদী হয়ে ওই ঘটনায় দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, পুলিশ অভিযান চালিয়ে সীমান্ত গ্রামে আত্মগোপনে থাকা মহরম ও আলমগীরকে গ্রেফতার করে।