সিলেট-সুনামগঞ্জে বন্যার্ত শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের ব্যবস্থা করলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২২, ৪:০৮ অপরাহ্ণ
মুহিত চৌধুরী: সিলেট এবং সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় প্রায় ত্রিশহাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সেই সাথে ভেসে গেছে পঞ্চাশ হাজার শিক্ষার্থীর পাঠ্যবই । ভেসে গেছে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড এবং নোট।
বিষয়টি নিয়ে গতকাল রবিবার (২৬ জুন) দৈনিকসিলেটডটকম ” বন্যায় ভেসে গেছে শিক্ষার্থীদের পাঠ্য বই, সিলেট-সুনামগঞ্জে বই বিতরণ করা জরুরী” শীর্ষক একটি রির্পোট প্রকাশ করে। রির্পোটটি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র দৃষ্টিগোচর হলে তিনি বিদেশ থেকে শিক্ষামন্ত্রনালয়য়ের সাথে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন। বিষয়টি অতি জরুরী বিধায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ডিজিকে দ্রুত পদক্ষেপ নিতে ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে।
এ তথ্য দৈনিকসিলেটডটকমকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর পিএস মো: শাহরিয়ার ফিরোজ দেওয়ান। তিনি বলেন, খুব শীঘ্রই সিলেট এবং সুনামগঞ্জের শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর পাঠ্যবই হাতে পেয়ে যাবেন।
পররাষ্ট্রমন্ত্রীর এই প্রচেষ্টায় সিলেট-সুনামগঞ্জের প্রায় পঞ্চাশ হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবনের অনিশ্চয়তা কেটে যাবে। তারা আবার নতুন নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।