শ্রীমঙ্গলে একজনের গলা কাটা মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২২, ৪:৩০ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জামাল মিয়া ( ৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জামাল মিয়া সিরাজনগর গ্রামের শান্তিপাড়া এলাকার বারিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ভোরে উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামে মাদ্রাসার পাশে রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরহতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার উপ সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা গলা ও পা কাটা অবস্থায় একটি লাশ উদ্ধার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হবে।