সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থদের বাড়ি-ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর ৫কোটি টাকা দান
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২২, ৬:৫২ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: সিলেট জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের বাড়ি-ঘর নির্মাণের জন্য ৫কোটি টাকা দান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাঁচ হাজার পরিবারের প্রত্যেকটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
রোববার(৭ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিলেটে ৫ কোটি টাকা অনুদানের চেক পাওয়া গেছে। তিনি বলেন, এটা প্রাথমিক বা প্রথম পর্যায়ের বরাদ্দ। এর থেকে গ্রাম এলাকায় একেবারে সামর্থহীন ক্ষতিগ্রস্ত মানুষকে নতুন করে ঘর বানানো বা মেরামতের জন্যে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। ইতোমধ্যে তালিকা তৈরি হয়ে গেছে। সোমবার থেকে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রাপকের কাছে টাকা পৌঁছে দেবেন।
জেলা প্রশাসক জানান, সিলেটে প্রায় ৪০ হাজার ঘর সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি ঘরের মালিককে পর্যায়ক্রমে অর্থ সাহায্য দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে এবারের বন্যার ক্ষয়ক্ষতি ও ত্রাণ তৎপরতা তুলে ধরা হয়।
জেলা প্রশাসক বন্যা ও ত্রাণ তৎপরতার সঠিক চিত্র তুলে ধরার জন্যে গণমাধ্যমকর্মীদেরকে ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
প্রসঙ্গত, এবারে ভয়াবহ বন্যায় সিলেট জেলায় প্রায় ৪১ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫ লাখ পরিবারের ৩০ লাখ মানুষ ছিলেন পানিবন্দি।