দক্ষিণ সুরমায় সাদিক কেয়ার ক্লাবের রান্না করা খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২২, ৬:৫৫ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত সিলেটের মানুষের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও সিলেটের গর্ব রিয়াল এডমিরিয়াল মাহবুব আলী খান স্মৃতি সংসদের প্রতিষ্টাতা সভাপতি সাদিক আহমদ। তিনি তার নিজস্ব অর্থায়নে ও সাদিক কেয়ার ক্লাবের পরিচালনায় দক্ষিণ সুরমার সিলাম ও জালালপুর ইউনিয়নিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করছেন।
এরই ধারাবাহিকতায় সোমবার (৪ জুলাই) সিলাম ও জালালপুর ইউনিয়নিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও পানিবন্দি প্রায় ১ হাজার ২ শ’ জন মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলী ইমাম, সমাজসেবী ছালেহ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার স্টাফ রিপোর্টার সানওয়ার আলী, সমাজসেবী ইমন আহমদ, আলী হোসেন, পাপ্পু মিয়া, রেজান আলী, জুয়েল আহমদ, সানর আলী, ফাহাদ আহমদ, লিমন আহমদ, অপু আহমদ, জুবেল আহমদ, বাবুল আহমদ, শিমুল আহমদ, আতা মিয়া, ছাদিক আহমদ, সুয়েব আহমদ, নিয়াজ আহমদ, মাহবুব আহমদ প্রমুখ।