কুলাউড়ায় ভারতীয় বিড়িসহ গ্রেফতার-১
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ৭:১৩ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২১ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আটক ব্যক্তির নাম ময়নুল ইসলাম (৩০) ।
সোমবার (৫ জুলাই) রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন