বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল এর ফান্ডরাইজিং ডিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ৭:৪২ অপরাহ্ণ
মোহাম্মদ বিলাল বদরুল: গত ৩ জুলাই রবিবার বার্মিংহামের বিয়ালাঊঞ্চে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হয়। ৩ নতুন ট্রাস্টি ২৫ লাইফ মেম্বার মিলিয়ে ১১০ হাজার পাউন্ডের ফান্ড রাইজিং হয়।
ফারহান মাসুদ খানের পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী আবুল খায়ের। নাশিদ পরিবেশন করে শামসুদ্দোহা নাসির গ্রুপ । সভাপতিত্ব করেন হসপিটালে সিইও জনাব এম শাহাবুদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম ফান্ডরাইজিং কমিটির পক্ষ থেকে ফয়জুররহমান চৌধুরী এমবিই, আলহাজ্ব আব্দুস শফিক, ডক্টর কবির মাহমুদ,সোহেল খান, আলী আব্দুল রউফ , ফরহাদ হোসেন টিপু, আজির উদ্দিন, কবির উদ্দিন, মনিরুল হক,সেলিম উদ্দিন, নাসির উদ্দিন প্রমুখ
বক্তাগণ বলেন হসপিটালিটি এখন মডেল হসপিটালে রূপান্তরিত হয়েছে। হসপিটালে এখন ক্যান্সার রোগীর পাশাপাশি জেনারেল চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। বক্তাগণ আরো বলেন ভৌগলিক কারণে হসপিটাল বিয়ানীবাজার উপজেলায় হলেও এটা
ব্রিটিশ-বাংলাদেশী দ্বারা প্রতিষ্ঠিত সমগ্র বাংলাদেশীদের প্রতিষ্ঠান।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্টিভ মেকেইব এমপি, বার্মিংহাম সহকারী হাই কমিশনে কাউন্সিলর স্বর্ণালী চন্দা,জাপিয়ের ক্যারোট ওবিই।