নিজেকে নিয়ে ‘গর্বিত’ অভিনেত্রী জ্যাকলিন
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২২, ২:৪৪ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক : শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। মিস ইউনিভার্স শ্রীলঙ্কা হিসেবে তিনি ২০০৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার দেশকে উপস্থাপন করেন। ২০০৯ সালে বলিউডে পা রাখেন জ্যাকলিন। আর এই যাত্রার শুরু থেকেই বলিপাড়ায় বেশ পোক্ত করেছেন নিজের অবস্থান। একাধিক সফল ছবি রয়েছে তার ঝুলিতে।
এরপর বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করলেন জ্যাকলিন ফার্নান্দেজ। নিজের নতুন ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। এই পোস্টার দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। ‘টেল ইট লাইক আ ওম্যান’ নামের একটি অ্যান্থোলজিতে অভিনয় করেছেন জ্যাকলিন। আটজন বিশিষ্ট মহিলা পরিচালক মিলে তৈরি করেছেন এ সিনেমা। এমন একটি নারীকেন্দ্রিক সিনেমার অংশ হয়ে উঠতে পেরে ‘গর্বিত’ জ্যাকলিন।
ইনস্টাগ্রামে ছবির পোস্টার প্রকাশ্যে এনে জ্যাকলিন লিখেছেন: ‘টেল ইট লাইক আ ওম্যান’ টিমের এই অসাধারণ উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত বোধ করছি। পৃথিবীর নানা প্রান্তের আটজন মহিলা পরিচালক এই অ্যান্থোলজিটি তৈরি করেছেন।’ জ্যাকলিনের অংশটি পরিচালনা করেছেন লীনা যাদব। তাকে এ সুযোগ দেয়ার জন্য নির্মাতাদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
এর আগে আর্থিক প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগ থাকায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে মুম্বাই বিমানবন্দরে আটকে দেয়া হয়েছিল। নায়িকার নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে লুক আউট নোটিশ জারি করা হয়।ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, জ্যাকলিনকে নিয়ে ভারতের প্রথম মহিলা সুপারহিরোকেন্দ্রিক সিনেমা বানানোর কথা বলেছিলেন সুকেশ। যার বাজেট হবে ৫০০ কোটি।
সূত্র: হিন্দুস্তান টাইমস