মালদ্বীপ পালালেন গোতাবায়া
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে একটি সামরিক বিমানে তিনি মালদ্বীপ গেছেন। অভিবাসন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমগুলো জানায়, ৭৩ বছর বয়সী গোতাবায়া তার স্ত্রী ও এক দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে ওই সামরিক বিমানে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করে।
এর আগে বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের বাধার মুখে আকাশপথে বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে সমুদ্রপথে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন গোতাবায়া। সেখানেও তিনি বাধার মুখে পড়েন।
দেশটিতে চলমান অর্থনৈতিক এবং এর জেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে বিক্ষোভ করেন। গত শনিবার দেশটির শীর্ষ এই দুই নির্বাহীর বাসভবনের দখল নেন তারা।
বিক্ষোভকারীদের দাবির মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজ বুধবার পদত্যাগের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের পথ তৈরি করবেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু বিক্ষোভকারীরা বলছেন, পদত্যাগের আগে তারা দখলে নেওয়া বাসভবন ছাড়বেন না।
শ্রীলঙ্কার কোনো আইনেই ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের বিধান নেই।