স্বর্ণ জয় ৯৪ বছর বয়সী ‘স্প্রিন্টার দাদী’র
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক : ৯৪ বছর বয়সে সোনার পদক জিতে তাক লাগিয়ে দিলেন ভারতের ভগবানি দেবী। ফিনল্যান্ডে মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে এই কীর্তি গড়েন তিনি। গড়েছেন বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রবীন নারী দৌড়বিদের রেকর্ডও। ‘স্প্রিন্টার দাদী’ হিসেবে ভগবানি দেবী অবশ্য এবারই প্রথম ট্র্যাকে লড়েননি। এর আগেও তিনি জিতেছেন পদক। ফিনল্যান্ডের টেম্পারে শহরে ২৯শে জুন-১০ই জুলাই পর্যন্ত বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসে। এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে প্রতিযোগীর বয়স হতে হয় কমপক্ষে ৩৫ বছর। সেখানেই চমক দেখান ৯৪ বছরের ভগবানি। ২৪.৭৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে সোন জেতেন তিনি। বুড়ো ভগবানি যে গতিতে দৌড় শেষ করেছেন, তাতে হৈ চৈ পড়ে গেছে সর্বত্র।
বিশ্ব মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ট্র্যাক ইভেন্টের পাশাপাশি ফিল্ড ইভেন্টেও সাফল্য পান ভগবানি। গোলক নিক্ষেপে জেতেন ব্রোঞ্জ পদক। ভগবানির সাফল্যে উচ্ছ্বসিত ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়। দেশটির যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইট করা হয়, ‘৯৪ বছরের ভগবানি দেবী আরো একবার প্রমাণ করলেন বয়স কোনো বাধা নয়। বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ১০০ মিটার দৌড়ে। সময় নিয়েছেন ২৪.৭৪ সেকেন্ড। এছাড়াও শটপুটে (গোলক নিক্ষেপ) জিতেছেন ব্রোঞ্জ পদক।’