ফোন করে ডেকে নিয়ে শিক্ষার্থীকে গলাকেটে হত্যা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২২, ৩:১৪ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক : ভোলা সদর উপজেলার আলীনগরে বাগান থেকে ওবায়দুল হক (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই কিশোরকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, বুধবার সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের আলী আশরাফের বাগান থেকে ওবায়দুল হকের মরদেহ উদ্ধার করে।
ছেলে ওবায়দুল হককে হারিয়ে পাগলপ্রায় মা ফাতেমা বিবি, ছবি: সমকাল
ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলছে।
স্বজনরা জানান, রাত ৯টায় মোবাইলে কল এলে ওবায়দুল ঘর থেকে বের হয়ে যায়। ফিরতে দেরি হবে জানালেও রাতে আর বাড়ি ফিরেনি। সকালে বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। স্বজনরা এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ওবায়দুলের বাবা মো. আবদুল মারা যাওয়ার পর মা ফাতেমা বিবির অনত্র বিয়ে হয়। এরপর থেকে ওবায়দুল আলীনগরের চর রুহিতা গ্রামের নানা কাঞ্চন সিয়ালীর বাড়িতে থেকেই পড়াশোনা করত। এবার স্থানীয় পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।