প্রধানমন্ত্রীকে কটূক্তি, বিএনপি নেত্রী শ্রীঘরে
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : প্রধানমন্ত্রীকে কটূক্তি করার মামলায় বগুড়ায় বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৭ জুলাই) বগুড়া জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।
সুরাইয়া জেরিন রনি বগুড়া মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
আদালত পুলিশের পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানান, আদালতে আত্মসমর্পণের পর জামিন চাইলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এ সময় যুবলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গত ২৭ মে বগুড়ার গাবতলীতে সম্মেলনে সুরাইয়া জেরিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগ ওঠে।
পরে ৩১ মে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও গাবতলীতে আওয়ামী লীগের ওপর হামলার ঘটনায় সুরাইয়া জেরিন রনিসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।
গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার পাইকার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।