ভুয়া নিবন্ধন ফরমে বাল্যবিয়ে, কাজির কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২২, ১:৪২ অপরাহ্ণ
দৈনিকসিলেট ডেস্ক : বাগেরহাটে বাল্যবিয়ে পড়ানোর দায়ে এক ভুয়া কাজিকে (বিবাহ নিবন্ধক) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার মধ্যরাতে বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর গ্রামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বিয়ে পড়ানোর দায়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান (৩১) একই এলাকার আমির আলী শেখের ছেলে। বিবাহ নিবন্ধক (কাজি) না হয়েও তিনি নকল বিবাহ নিবন্ধন ফরম ব্যবহার করে বিয়ে সম্পাদন করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে বিবাহ নিবন্ধন ফরম ব্যবহার করে বাল্যবিয়ে দিতেন। পরবর্তীতে বর/কনে প্রাপ্তবয়স্ক হলে অন্য কোনো সরকারি বিবাহ নিবন্ধকের কাছে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাব্বেরুল ইসলাম বলেন, মিজানুর রহমান নামের ওই ভূয়া কাজি দক্ষিণ খানপুর এলাকার অষ্টম শ্রেণি পড়ুয়া ১৪ বছর বয়সী এক কিশোরীর বিবাহ সম্পাদন করেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নকল নিবন্ধন ফরমসহ ওই ভুয়া কাজিকে হাতে-নাতে ধরা হয়। এ সময় তার কাছে প্রায় অর্ধশত বিবাহ সম্পাদনের পূরণকৃত নকল ফরম পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে গত ১৫ জুলাই একই দিনে পৃথক দুটি বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বাগেরহাট সদরে এক কাজি এবং অভিভাবককে ৬ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।