সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২২, ৩:৫৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : সিলেটে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) ভোর সাড়ে ৫টায় সিলেট এয়ারপোর্ট থানার নয়াটিলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নূর ইসলাম (৭০) এয়ারপোর্ট থানার পীরেরগাঁওয়ের মৃত আনছর আলীর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নূর ইসলাম তার বাড়ির পার্শ্ববর্তী জাউল্লা বিলে মাছ ধরতে যান। মাছ ধরতে যাওয়ার পথে বিলের ধারে নয়াটিলা গ্রামের আলম মিয়ার পুকুরপাড়ে বিদ্যুতের জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
বর্তমানে নূর ইসলামের লাশ নিজ বাড়িতেই আছে। তার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হবে বলে জানায় পুলিশ।