ছাতকে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : ছাতকে ডোবার পানিতে পড়ে রহিম মিয়া নামের ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ জুলাই) দুপুরে শহরের সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রহিম মিয়া শহরের মন্ডলীভোগ-হাসপাতাল রোডের ইসমাইল মিয়ার ছেলে ।
রহিম সকালে মায়ের সাথে শহরের সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সংলগ্ন এলাকায় নানার বাসায় বেড়াতে গিয়েছিল। দুপুরে পরিবারের লোকজনদের চোখ ফাঁকি দিয়ে বাসা সংলগ্ন একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায় সে।
এদিকে তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়। এক পর্যায়ে ওই ডোবা থেকে শিশু রহিমের ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
পরে তাকে ছাতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।