ছাতকে পানিতে ডুবে মৃত্যু-২
দৈনিক সিলেট ডট কম
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে পানিতে ডুবার পৃথক ঘটনায় আরিফ উদ্দিন (২৩) ও মাহবুবুর রহমান (৪০) নামের দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার পার্শ্ববর্তী কোম্পানিগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের জুগিরগাও বিলের পানিতে ডুবে আরিফ উদ্দিন মারা যান। নিহত আরিফ ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী কোম্পানিগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের জুগিরগাও বিলে মাছ ধরতে যায় সে। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে ওই বিলে গেলে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত সেখান থেকে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সায়েম আহমদ জাবেদ।
এদিকে মঙ্গলবার বিকেলে ছাতক পৌরসভার গনক্ষাই এলাকার তারা বিল থেকে মাহবুবুর রহমান (৪০) নামের ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের মদরিছ মিয়া ছেলে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে গনক্ষাই গ্রামের পাশে তারা বিলে মাছ ধরতে যান মাহবুবুর রহমান। বিকেলে ওই বিলে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের লোকজন সেখান থেকে লাশ উদ্ধার করেন।
ছাতক পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রশিদ আহমদ খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।