সুনামগঞ্জে নদীতে ভেসে আসলো নবজাতকের অর্ধগলিত লাশ
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২২, ৪:৩৪ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে ভাসমান অবস্থায় এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি।
বুধবার(২৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম পাগলার কাদিপুর গ্রামে মহাসিং নদীর তীর থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করা হয়।
৩-৪ দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। নদীতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে নাকি কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, তা এখনো
নিশ্চিত হওয়া যায়নি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, স্থানীয়রা নদীর তীরে লাশটি ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তা উদ্ধার করে। শিশুটির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রস্তুত করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।